সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইতে বাংলাদেশ কনস্যুলেটের কনস্যুলার সেবা সাময়িক বন্ধ করা হয়েছে। তবে ইমার্জেন্সি সেবাগুলো দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দূতাবাসের চার্জ দ্যা অ্যাফেয়ার্স মোহাম্মদ মিজানুর রহমান।

গতকাল বুধবার কালের কণ্ঠর সাথে আলাপকালে তিনি আরো জানান, দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ থাকা সত্ত্বেও যারা দূতাবাসে বিভিন্ন জায়গা থেকে এসেছেন তাদের পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয়েছে।

এ সময় সকল বাংলাদেশি প্রবাসীকে আমিরাতের আইন-কানুন মেনে করোনাভাইরাস বিস্তার রোধে সচেতন ও সতর্ক থাকার পাশাপাশি নিরাপদ অবস্থানে থাকার পরামর্শ দেন বাংলাদেশ দূতাবাসের এই কর্মকর্তা। সেইসঙ্গে 
তিনি সকল প্রবাসীদের প্রয়োজন ছাড়া বাসার বাইরে না যাওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা তিন শতাধিক। তাদের মধ্যে কয়েকজন বাংলাদেশিও আছেন। এই ভাইরাসে সংক্রমিত হয়ে দুই জনের মৃত্যু হয়েছে। তবে সুস্থ হয়ে ফিরেছেন অর্ধ শতাধিক।