২৬ মার্চ বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাতে বিশেষ ডুডল বানিয়েছে সার্চ ইঞ্জিন ‘গুগল’। আজ বাংলাদেশ থেকে গুগলে প্রবেশ করলে এই ডুডলটি দেখা যাচ্ছে।
দৃষ্টিনন্দন ডুডলটিতে বাংলাদেশের জাতীয় ফুল শাপলা ও জাতীয় পতাকার সবুজ রঙকে প্রাধান্য দেয়া হয়েছে। এতে দেখা যায়, একটি জলাশয়ে ৫টি শাপলা ফুল ফুটে আছে। এর চারপাশে রয়েছে থালার মতো মেলে ধরা শাপলার সবুজ পাতা। লাল-সবুজ রঙের এই সমাবেশ যেন বাংলাদেশের পতাকার কথা স্মরণ করিয়ে দেয়।
বুধবার দিবাগত রাত ১২টার পর থেকে ওই ডুডল প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশ থেকে ইন্টারনেটে গুগলের সাইটে প্রবেশ করলেই চোখে পড়বে স্বাধীনতা দিবসের ডুডলটি।
এর আগেও নানা সময়ে বাংলাদেশের বিভিন্ন ঐতিহাসিক দিন, গুণীজনদের নিয়ে ডুডল প্রদর্শন করেছে গুগল।