কাতার প্রতিনিধি, মোহাম্মদ ইমাম হোসেন ইমন

করোনাভাইরাসের কারণে যেসব শ্রমিক কোয়ারেন্টাইনে রয়েছেন কিংবা যারা ভাইরাসটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তাদের সবার পুরো বেতন প্রদান করার ঘোষণা দিয়েছে কাতারের সরকার। কোনো শ্রমিকের বেতন কর্তন হবে না বলে জানানো হয়েছে। দেশটির প্রশাসনিক উন্নয়ন, শ্রম ও সমাজকল্যাণ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে।মন্ত্রণালয় আরও জানিয়েছে, করোনাভাইরাস মোকাবিলায় সরকার যেসব নীতি গ্রহণ করেছে তা দেশের প্রত্যেক শ্রমিকের চাকরিদাতা এবং কোম্পানিগুলোর সেসব নীতি মেনে চলা বাধ্যতামূলক।