শাহাদাত হোসেন ভূইয়া নোয়াখালী প্রতিনিধি :

১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৯০ এর স্বৈরাচারী আন্দোলন বা গত কয়েক বছরের কয়েকটা যৌক্তিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। কোথায় পিছিয়ে আমাদের যুব সমাজ।আমাদের তরুন প্রজন্ম। জাতির ক্লান্তিকালে বুকে পাথর বেঁধে ঝাঁপিয়ে পড়েছে আমাদের এই তরুন পজন্ম।আজ যখন সারা বিশ্বে লাশের মিছিল চলছে তা দেখে ভয় সারা বিশ্বের মানুষ।তখনই বাংলাদেশের অলিতে গলিতে দাঁড়িয়ে কিছু যুবক জীবনের ভয় না করে করোনা মোকাবেলায় কাছা বেঁধে ঝাঁপিয়ে পড়েছে। ভয় নয় সচেতনতা হতে পারে প্রতিরোধ এমন স্লোগানকে ধারণ করে নোয়াখালী সেনবাগ উপজেলার মজিরখীল যুব শান্তি সংঘ নামে একটা সামাজিক অরাজনৈতিক প্রতিষ্ঠান। তারা আশেপাশের মানুষকে যেমন সচেতন হতে অনুরোধ করেছে এর পাশাপাশি অনেক মসজিদের হাত ধোঁযার জন্য সাবান ও হ্যান্ড সেনিটাইজার বিতরন করেছে।এছাড়াও নিজ গ্রামে প্রধান সড়কগুলোতে কিটনাশক দমনে স্পে করেছে। পাশের কানকিরহাট বাজারে এই কার্যক্রম চালিয়েছে।নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আরেকটা অরাজনৈতিক প্রতিষ্ঠান নাম সম্মিলিত সামাজিক সংগঠন জনগনকে সচেতন করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে।তারা আসে পাশের বাজারগুলোতে। কযেকগ্রামে মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিয়ে যাচ্ছে। এ ছাড়াও সেনবাগ উপজেলার শাহাপুর গ্রামের রেনেসাঁ ভয়েজ নামে একটা সংগঠন প্রায় ৭০+ পরিবার কে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরন করে।এছাড়াও সেনবাগের ৩ নং ডুমুরিয়া ইউনিয়নের মতইন দঃপাড়া নামে একটা সামাজিক অরাজনৈতিক প্রতিষ্ঠান ১২৫ টি পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরন করে।তাদের কে সার্বিকভাবে সহযোগীতা করে ইয়াছিন তালুকদার নামে এক সৌদি প্রবাসি। নোয়াখালীর আরও অনেক সামাজিক সংগঠন দেশের এই ক্লান্তি লগ্নে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়ে প্রমান করেছে মানবতার কখনও বিলীন হবে না।