মোঃ মনির হোসেন বাহরাইন প্রতিনিধি

বিশ্ব মহামারী করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিশ্বের সবগুলো উন্নত রাষ্ট্রের ন্যায় মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ও নেওয়া হচ্ছে যুগান্তকারী জনবান্ধন পদক্ষেপ।

বর্তমান পরিস্থিতি বিবেচনা করে গতকাল বৃহস্পতিবার (০২.০৪.২০২০) বাহরাইন সরকার তার দেশে বসবাসরত সকল প্রবাসীদের জন্য
এপ্রিল , মে , জুন মাসের labour market regulatory authority (LMRA) ফি এবং যারা ফ্লেক্সি ভিসাতে আছে তাদেরও তিন মাসের মাসিক ফি মওকুফ করার ঘোষণা দিয়েছেন ।

উল্লেখ্য যে এর আগে আরেক বিবৃতিতে বাহরাইন সরকার বাহরাইনে সববাসরত সকল নাগরিকের ৩ মাসের বিদুৎ বিল ও পানির বিল মওকুফ করার ঘোষণা দিয়েছিল।