সাংবাদিক রফিকুল ইসলাম

মহামারী আকার ধারন করা করোনা ভাইরাস(কোভিড-১৯) সংক্রমন ঝুকিতে থাকেন ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা যারা রোগীদের সরাসরি সেবা দিয়ে থাকেন। তাদের ভাইরাস সংক্রমণ রোধে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও নগর মাতৃসদনের ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের জন্য পিপিই (পারসোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) দিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের আহ্বায়ক ও জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহ্সীন বাহার ও স্থানীয় সরকার মন্ত্রীর মুখপাত্র মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল হোসেন।

শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমানের কাছে এবং কুমিল্লা নগর মাতৃসদনের প্রজেক্ট ম্যানেজার সুমনের কাছে পিপিইগুলো হস্তান্তর করা হয়। এসময় যমুনা ব্যাংক কুমিল্লা শাখা ব্যবস্থাপক ও এভিপি নুরে আলম সিদ্দিকী (কামাল), পথিকৃত কুমিল্লার প্রকাশক ও সম্পাদক মান্নান কবির ভূইয়া, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের সদস্য সচিব মো. আনোয়ার হোসাইন, নির্বাহী সদস্য মো. সুমন কবির ভূইয়া উপস্থিত ছিলেন।