করোনা আতঙ্কে কাঁপছে বিশ্ব। এরই মধ্যে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে বিশ্বের চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীদের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সারা বিশ্বে এখনো ৬০ লাখের মত সেবিকার ঘাটতি রয়েছে।জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা বলছে, চিকিৎসা ক্ষেত্রে সেবিকারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রোস অ্যানধম ঘেব্রেইয়েসাস স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড বলছেন সেবিকাদের। নিজেদের জীবনের ঝুঁকি জেনেও করোনা আক্রান্ত রোগীদের সেবা করছে বিশ্বের সেবিকারা। বিশ্বে এখন ২ কোটি ৮০ লাখের মত সেবিকা রয়েছেন।  তবে এখনো ৬০ লাখের মত নার্সের ঘাটতি রয়েছে।  বিশেষ করে দক্ষিণ এশিয়া, আফ্রিকা, মধ্য প্রাচ্য, দক্ষিণ আমেরিকার নার্সের বিশেষ ঘাটতি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন নার্সের সল্পতার কারণেই ওষুধের ত্রুটি ও মৃত্যুর হার বাড়ার মত সমস্যা গুলো তৈরি হচ্ছে। সারা বিশ্বে ১০০ জন স্বাস্থ্য কর্মী মারা গেছে তার মধ্যে ২৩ জন ইতালির । ইতালিতে স্বাস্থ্য কর্মীদের আক্রান্ত হওয়ার হার শতকরা ৯ ভাগ আর স্পেনে এ সংখ্যা ১৪ শতাংশ।বিশেষজ্ঞরা বলছেন, শতকরা ৮০ ভাগ নার্স বিশ্বের শতকরা ৫০ ভাগ মানুষের সেবা করছে। সেই ক্ষেত্রে উন্নত দেশগুলোর উচিত ভারত, ফিলিপাইনের মত ;দেশে সেবিকা পাঠানো। .সারা বিশ্বে এ পেশায় শুধুমাত্র নারীদের উপরই প্রভাব বিস্তার করা হয়। এক্ষেত্রে পুরুষদেরকেও এই তালিকায় নিয়ে আসলে সমস্যা অনেকটা সমাধান হবে বলে ধারণা করা হচ্ছে।