সাংবাদিক রফিকুল ইসলাম

আপনার পুলিশ আপনার দরজায় এই স্লোগান কে সামনে রেখে আজ সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টায় কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের জনতা বাজারে কোতয়ালী মডেল থানা ব্যবসায়ী সমিতির আয়োজনে ভ্রাম্যমান দোকানের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য বিক্রি শুরু করছে জেলা পুলিশ। সাম্প্রতিক সময়ে দেশজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় মুনাফালোভী ব্যবসায়ীরা যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম না বাড়াতে পারেন এ জন্য জেলা পুলিশের ব্যবস্থাপনায় কোতোয়ালি মডেল থানা ব্যবসায়ী সমিতি এমন উদ্যোগ নিয়েছে৷
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি তদন্ত বিল্লাল হোসেন জানান, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার বিষয়টি বিবেচনা করে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি তদন্ত বিল্লাল হোসেন আরো জানান, সোমবার থেকে উপজেলার ১৮টি থানার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে কোতোয়ালি মডেল থানা ব্যবসায়ী সমিতি কর্তৃক সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় করা হচ্ছে। যে কেউ চাইলে প্রতিটি দ্রব্য ক্রয় করে নিতে পারেন। প্রতি কেজি চাল ৪০ টাকা, প্রতি কেজি সয়াবিন তেল ৮৫ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৫০ টাকা, প্রতি কেজি পেয়াজ ৩০ টাকা, লবণ ২৯ টাকা, আলু ১৮ টাকা, সাবান লাক্স ৩১ ও তিব্বত ১৪ টাকা দরে বিক্রি করা হচ্ছে৷
বাজারে নিত্যপ্রয়োজনীয় এসব জিনিসপত্র কিনতে হুমড়ি না খেয়ে ভ্রাম্যমাণ ট্রাক থেকে এসব পণ্য কিনতে কুমিল্লাবাসীকে আহ্বান জানান ওসি৷