মোঃ খাইরুল ইসলাম, ভান্ডারিয়া প্রতিনিধি।
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় প্রথম করোনা ভাইরাস (কোভিড-১৯) রোগী সনাক্ত হয়েছে। আজ ১৪ এপ্রিল মঙ্গলবার পিরোজপুর সিভিল সার্জন ডা. মো: হাসনাত ইউসুফ জাকী বিষয়টি নিশ্চিত করেছেন।
নারায়নগঞ্জ থেকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পৌরসভা ৪নং ওয়ার্ড জামিরতলা গ্রামে মোঃ রাসেল ফরাজী (৩০), পিতা মোঃ হানিফ ফরাজী নামের এক যুবক কয়েকদিন আগে নিজ বাড়ীতে আসে,পরে প্রশাসন জানতে পেরে তার বাড়ীটি লকডাউন করে ঐ যুবকের করোনা ভাইরাস পরীক্ষার জন্য নমুন সংগ্রহ করে পরীক্ষা করতে পাঠানো হলে আজ পরীক্ষা করোনা ভাইরাস (কোভিড-১৯) পজেটিভ আসে।
বর্তমানে করোনা ভাইরাস সনাক্ত ঐ রোগী তার বাড়ীতে লকডাউন অবস্থায় রয়েছেন।
ভান্ডারিয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জহিরুল ইসলাম জানান জানান, আক্রান্ত ব্যক্তি বর্তমানে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে আছে। তার শারিরিক অবস্থা ভালো, তবে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাকে হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হবে।