লকডাউন ২২ পরিবার খাদ্য সংকটে হাহাকার

0
81

শাহাদাত হোসেন ভূইয়া, নোয়াখালী প্রতিনিধিঃ

ক্ষুধার যন্ত্রণা কতটা ভয়াবহ হতে পারে তা কি কখনও কল্পনা করেছি আমরা? নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়ন এর মজিরখীল গ্রামের ২২ পরিবারের এমন দূর্বিষহ জীবনের ভয়াবহতার দিকে যাচ্ছে।গত ১২ এপ্রিল করোনা সন্দেহে একজন আইসোলেশন এ পাঠিয়েছে উপজেলার নির্বাহী কর্মকর্তা সাথে সাথে মোট ২২ টি পরিবারকে লকডাউন করে দেয়।এই পরিবারগুলো মধ্যে বেশিভাগই নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত।লকডাউনের কারনে কেউ বাহিরে যাওয়ার এবং বাহিরে থেকে কেউ আসার সূযোগ বন্ধের কারনে দূর্বিষহ হয়েছে তাঁদের প্রতিটা দিন।ওদের দেখার যেন কেউ নেই।এই সব পরিবারের দাবি তাঁদেকে যেন সরকারের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগীতা করা হয়। না হলে তারা লকডাউন অমান্য করে খাবারের ব্যাবস্থা করতে বাধ্য হবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here