মোঃ খালেদ খান, পিরোজপুর জেলা প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় আরিসা নামে ১৫ মাসের এক ডায়রিয়ায় আক্রান্ত শিশুর মৃত্যু ঘটেছে। আজ বৃহস্পতিবার সকালে শিশুটিকে রাইস স্যালাইন খাওয়ানোর সময় স্যালাইন শ্বাস নালিতে গেলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত শিশু আরিসা মঠবাড়িয়া থানার কর্মরত কনস্টেবল সারমিন আক্তারের মেয়ে।

পরিবার সূত্রে জানাযায়, মঠবাড়িয়া থানার কনস্টেবল সারমিন আক্তারের ১৫ মাসের শিশু আরিসা ৩ দিন ধরে ডায়রিয়ায় আক্রন্ত হয়। বুধবার শিশুটি কিছুটা সুস্থ হয়ে ওঠে। সকালে কর্মস্থলে যাওয়ার আগে শিশুটির মা স্যালাইন খাওয়ানোর সময় স্যালাইন শ্বাসনালীতে আটকে গেলে শিশুটি অসুস্থ হয়। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তার মৃত্যু ঘটে। পরে আরিসার লাশ তার বাবা আহসান উল্লাহর গ্রামের বাড়ি ভোলার দৌলতখানের মেজপাতা গ্রামের বাড়িতে দাফন করা হয়।