নিজেস্ব প্রতিবেদক:
বাগেরহাট-১ (চিতলমারী-মোল্লাহাট-ফকিরহাট) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এসএম শাহাদাৎ হোসেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। তিনি ইতোমধ্যেই গণসংযোগ শুরু করেছেন, যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার (২৮ মার্চ) সন্ধ্যায় তার নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে এক জনসংযোগ কর্মসূচিতে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তিনি এ আসনে নির্বাচন করছেন। তারেক রহমানের সঙ্গে তার নিয়মিত আলোচনা হয় এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনিই এ আসনে চূড়ান্ত প্রার্থী।
দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও জনসেবার অঙ্গীকার:
ঢাকায় দীর্ঘদিন ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এসএম শাহাদাৎ হোসেন বলেন, “দেশ ও জনগণের কল্যাণে কাজ করার লক্ষ্যেই আমি নির্বাচন করছি। সাধারণ মানুষের সেবা করার জন্যই আমি নিজ এলাকা বাগেরহাট-১ আসনে ফিরে এসেছি।” তিনি আরও বলেন, এলাকার জনগণের সমর্থনেই তিনি এগিয়ে যেতে চান।
বিএনপির তৃণমূল নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত সাড়া:
তার গণসংযোগে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা ব্যাপকভাবে সাড়া দিচ্ছেন। দলের অনেক সিনিয়র নেতা এবং স্থানীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়েছেন এবং নির্বাচনী কার্যক্রমে একযোগে কাজ করছেন। এলাকাবাসীর উৎসাহ এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, জনগণ তাকে একজন যোগ্য প্রার্থী হিসেবে দেখছেন।
জনগণের প্রত্যাশা ও উন্নয়নের অঙ্গীকার:
এসএম শাহাদাৎ হোসেন বলেন, “আমার লক্ষ্য জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাটবাসীর উন্নয়নের জন্য আমি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। এই এলাকার মানুষের দীর্ঘদিনের অবহেলিত দাবি পূরণে কাজ করব।”
তিনি আরও বলেন, “আমরা একটি গণতান্ত্রিক সমাজ গঠনে বিশ্বাসী। এদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করা এবং সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য।”
জনগণের ভালোবাসায় উজ্জীবিত প্রার্থী:
এলাকায় গণসংযোগকালে হাজারো মানুষ তাকে অভ্যর্থনা জানিয়েছেন এবং তার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। জনগণের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “জনগণই আমার শক্তি, তাদের ভালোবাসা নিয়েই আমি এগিয়ে যেতে চাই।”
এমতাবস্থায়, এসএম শাহাদাৎ হোসেনের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা আসন্ন নির্বাচনে তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করছে।