কারাগারে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে ২৫ হাজার বন্দিকে সাধারণ মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে মিয়ানমারের প্রেসিডেন্ট অফিস। শিগগিরই বন্দিদের মুক্তি দেওয়ার কার্যক্রম শুরু হবে।

করোনার থাবার কবলে পড়েছে মিয়ানমারও। মিয়ানমারে এখন পর্যন্ত ৮৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন চারজন। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে খুবই কম সংখ্যক লোকের করোনাভাইরাস টেস্ট করা হয়েছে। ফলে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরো অনেক বেশি।

এই মারণ ভাইরাসকে ঠেকাতে মিয়ানমারজুড়ে চলছে লকডাউন। এর মধ্যে মানবাধিকার সংস্থাগুলো হাজতে থাকা বয়স্ক লোকদের মুক্তি দেওয়ার দাবি জানিয়ে আসছিল। কারণ হিসেবে মানবাধিকার সংস্থাগুলো বলছিলো- দেশটির হাজতের পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর।

গার্ডিয়ান এক সংবাদে জানিয়েছে, মিয়ানমারের বিভিন্ন হাজতে মোট বন্দি আছে এক লাখের মতো। সে হিসেবে এক চতুর্থাংশ বন্দি মুক্তি পেয়ে যাচ্ছেন এবার। দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে মূলত করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকানোর আশায়।