মোঃ খালেদ খান, পিরোজপুর জেলা প্রতিনিধি।

মহামারী করোনা ভাইরাস (COVID 19) সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রান কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষন করার পিরোজপুর জেলার সমন্বয়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন মো: তোফাজ্জল হোসেন মিয়া মহোদয়, সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়। তিনি ঐতিহাসিক ভান্ডারিয়া উপজেলার মিয়া বাড়ির কৃতি সন্তান, গতকাল ২০ এপ্রিল সোমবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ডঃ আহমদ কায়কাউস এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানা যায়।
আর ও জানা যায় তিনি পিরোজপুর জেলার মাননীয় সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, জনপ্রতিনিধি, স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণের সাথে পরামর্শ ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করে COVID 19 সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা ও ত্রান কার্যক্রম পরিচালনার কাজ তত্ত্বাবধান ও পরিবীক্ষন করবেন।
পিরোজপুর জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষন ও প্রয়োজনীয় সমন্বয় সাধন করবেন।
তিনি সমন্বয়ের মাধ্যমে প্রাপ্ত সমস্যা/চ্যালেঞ্জ অথবা অন্যবিধ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রনালয়/বিভাগ/দপ্তর/সংস্থাকে লিখিত আকারে জানাবেন এবং মন্ত্রীপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয়কে নিয়মিত অবহিত করবেন।