পরিবারে করোনায় আক্রান্ত ১৮

নারায়ণগঞ্জে জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল ডা. শিল্পী আক্তারের অফিসারের পরিবারের  ১৮ সদস্যের করোনাভাইরাস পজেটিভ বলে শনাক্ত হয়েছে। তবে মেডিক্যাল অফিসার করোনায় আক্রান্ত হননি। পরিবারটি সদর উপজেলার ফতুল্লা থানার কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকায় বসবাস করে।  


মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন ও সদর উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম।
স্থানীয়রা জানান, প্রথমে মেডিক্যাল অফিসারের ভাই আনিসের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়। এরপর সন্দেহ হলে পরিবারের অন্যান্য সদস্যদেরও নমুনা পরীক্ষার জন্য ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়। এরপর আরও ১৭ জনের পজিটিভ রিপোর্ট আসে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মেডিক্যাল অফিসার শিল্পী আক্তারের শরীরে করোনা পজেটিভ আসেনি। তবে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য এবং বাড়ির আশপাশে থাকা নিকট আত্মীয়-স্বজনের মধ্যে ১৮ জনের শরীরে করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে।  

সিভিল সার্জন জানান, নমুনা পরীক্ষায় পজিটিভ এলেও আক্রান্তদের মধ্যে করোনার কোনও ধরনের উপসর্গ নেই। শারীরিক অবস্থাও মোটামুটি ভালো। তারা সবাই নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।