করোনার মহামারীর মধ্যে বাংলাদেশ থেকে আরো ২৪২ জন ব্রিটিশ নাগরিক তাদের দেশে ফিরে গেছেন। বৃহস্পতিবার বিকাল ৪টা ১৫ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ উল আহসান এ তথ্য জানান।
করোনার কারণে শুধু চীন ছাড়া সব দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ। তবে বিদেশি নাগরিকরা যদি তাদের দেশে ফিরতে চান, তাহলে চার্টার্ড ফ্লাইট (বিশেষ) ব্যবহার করার অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার।
বাংলাদেশ অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে সে দেশের সরকার। সে লক্ষে প্রথম দফায় ৪টি ও দ্বিতীয় দফায় ৫টি বিশেষ ফ্লাইট পরিচালনা করে। সর্বশেষ বৃহস্পতিবার বিকালে দ্বিতীয় দফার শেষ ফ্লাইটটি যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হয়।
এর আগে গত ২১, ২৩, ২৫ ও ২৬ এপ্রিল প্রথম দফার চারটি ফ্লাইট পরিচালনা করে ব্রিটিশ এয়ারওয়েজ। এসব ফ্লাইটে বাংলাদেশি বংশদ্ভ‚ত ব্রিটিশ নাগরিকও রয়েছেন।