বৈশিষ্ট্য: প্রতি লাইনে পাঁচটি শব্দ এবং প্রতি শব্দে তিনটি বর্ণ।
বসুধা কুকর্মে হয়েছে, প্রনয় বিহীন,
মানব সভ্যতা বিনাশ, হোমোই কারণ,
আসবে পিরিত, তখন ধ্বংস যৌবন।
অদৃষ্ট পাতক, হিয়াকে করেছে বিষাক্ত,
অসভ্য আমরা, অদৃষ্ট করেছে আসক্ত,
তাইতো হওয়া উচিত, নরের বিভক্ত।
বিহঙ্গ উড়ছে গগনে, দেখছে জনকে,
শকুন্ত প্রেমেতে, মহান খোদার দায়িকে,
অটবী দহনে, মর্দের হিংস্র পাতকে।
“করোনা”করছে সৃষ্টিকে নিষ্ক্রিয় পদার্থ,
দূরত্ব তৈরীতে, মনের মগজ যথার্থ,
টিকার বিকল্প ভুবনে, ইলাহি সামর্থ্য।
“কোভিড”ধরা’র বিপদ, বিরত তামাসা,
পুলিশ, লোকের, বিপদে রহিত লালসা,
লেখকঃ মোঃ আদিল মাহমুদ
ইন্সপেক্টর তদন্ত
পরশুরাম থানা
ফেনী জেলা ফেনী
খোদার স্মরণ, ক্ষিতির অভিন্ন ভরসা।