সানাউল্লাহ , দোহা কাতার প্রতিনিধি

করোনা ভাইরাস (COVID-19) থেকে স্বাস্থ্য সুরক্ষার উদ্দেশ্যে কাতারে নাগরিক ও অধিবাসীদেরকের বাড়ীর বাহিরে বের হতে হলে প্রত্যেকের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে। গতকাল কাতারের মন্ত্রী সভা এই সিদ্ধান্ত নেয়।

কাতারের প্রধানমন্ত্রী শেখ খালিদ বিন খলিফা আল-থানীর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বৈঠক শেষে আইন ও বিচার মন্ত্রী ও মন্ত্রী পরিষদ বিষয়ক ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব ড. ঈসা বিন সাদ আল নাঈমী এবিষয়ে অবগত করেন।

বৈঠকে জানানো হয় যে,

কোন ব্যক্তি (কাতারের নাগরিক অথবা রেসিডেন্ট)যখন বাড়ী থেকে বের হবেন, তখন প্রত্যেকে অবশ্যই মাস্ক পরিধান করবেন। তবে যদি কোন ব্যক্তি একা গাড়ী ড্রাইভ করেন, তবে তার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না (একাধিক ব্যক্তি গাড়ীতে থাকলে মাস্ক পরিধান করতে হবে)। স্বরাষ্ট্র মন্ত্রনালয় এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

এই সিদ্ধান্ত লংঘনকারীদের ক্ষেত্রে ২লক্ষ রিয়াল জরিমানা অথবা ৩বছরের কারাদন্ড অথবা উভয় দন্ডে দান্ডিত করা হবে।

এই সিদ্ধান্ত ১৭ মে ২০২০ তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কার্যকরী থাকবে।