সানাউল্লাহ দোহা(কাতার)প্রতিনিধি।
কাতারে আজ রাত আজ শনিবার রাত ১২ টার পর ঘর থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক থাকতে হবে। এই নিয়ম অমান্য করে কাউকে রাস্তায় মাস্ক ছাড়া পাওয়া গেলে দন্ডবিধি অনুসারে সর্বোচ্চ দু লাখ রিয়াল পর্যন্ত জরিমানা বা অনধিক তিন বছরের জেল অথবা দুটোই শাস্তি হতে পারে।
কাতারের দন্ডবিধি অনুসারে ১৯৯০ সালের ১৭ নং আইনে এই শাস্তির কথা বলা হয়েছে। কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশ, আলফাজআ ও লাখউইয়া এই নির্দেশনা বাস্তবায়নে রাস্তায় কঠোর নজরদারি করবে বলে জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে।
শুধুমাত্র কোনো গাড়িতে যদি একজন মাত্র ব্যক্তি থাকেন অর্থাৎ শুধু চালক থাকেন, সেক্ষেত্রে তিনি মাস্ক ছাড়া থাকতে পারবেন, তবে গাড়িতে দু জন থাকলে দু জনকেই মাস্ক ব্যবহার করতে হবে। ৬০ ভাগ আক্রান্ত ব্যক্তির শরীরে কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
সেজন্য করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্কের বিকল্প নেই বলে ভাবছেন কাতারি স্বাস্থ্য বিশেষজ্ঞরা। কাতারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ খালেদের নেতৃত্বে গত বুধবার রাতে অনুষ্ঠিত এক বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়।