লকডাউনের মধ্যেই সেকেন্ড হোম এর ভিসায় বিভিন্ন দেশে আটকে পড়াদের মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি দিয়েছে দেশটির সরকার।

দেশটির সংস্কৃতি মন্ত্রী ন্যান্সি শুকরি এক ঘোষণায় বলেন, ১৭ই মে থেকে সেকেন্ড হোম এর ভিসা আছে তারা এবং তাদের পরিবারের সদস্যরা যারা ডিপেন্ডেবল ভিসায় আছে তারা মালয়েশিয়ায় ফিরতে পারবে।তবে যারা ফিরবেন তাদেরকে অবশ্যই সরকার নির্ধারিত স্থানে ১৪ দিন কোয়ারান্টিনে থাকতে হবে।

কোয়ারাইন্টিনে থাকা অবস্থায় যাবতীয় খরচও তাদেরকে বহন করতে হবে। এছাড়া কুয়ালালামপুর বিমানবন্দরে পৌঁছানোর পর এমসিও মেনে তাদের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে হবে।মালয়েশিয়া সরকারের তথ্যমতে ১৮ মার্চ থেকে লকডাউন ঘোষণার পর বিভিন্ন দেশে আটকে আছেন ২৫৩ জন সেকেন্ডহোমধারী।

এর আগে লকডাউনে’র মধ্যে’ই দেশটিতে মালয়েশিয়ান নাগরিক ছাড়া অন্য কাউকে ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত নেয় সরকার।তবে ঢুকতে দেয়ার ক্ষেত্রে বিধিনিষেধ থাকলেও মালয়েশিয়া থেকে নিজ নিজ দেশে ফেরার সুযোগ দেয়া হচ্ছে। এ সুযোগ কাজে লাগিয়ে ইতোমধ্যে গেলো ১৩-ই মে একটি ফ্লাইট কুয়ালালামপুর থেকে ঢাকা গেছে।

লকডাউনের মধ্যে শর্ত সাপেক্ষে বিশেষ বিমানে করে দেশে ফিরাতে কাজ করছে একাধিক এয়ারলাইন্স।