ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ১১৭৯ জনের মৃত্যু হয়েছে।ইতালি, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনের মতোই অবস্থা এবার ব্রাজিলের।একদিনে মৃত্যুর সংখ্যায় এখনও পর্যন্ত এটাই রেকর্ড। 

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রণায় এ কথা জানিয়েছে। 

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রণায় জানায়, এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে ১৭, ৯৭২ জন। 

গত কয়েকদিনে ব্রাজিলে মৃত্যুর হার অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৭ হাজার মানুষ সেখানে নতুন করে আক্রান্ত হয়েছেন। 

জানা গেছে, প্রায় এক লাখ মানুষ ব্রাজিলে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন। কিন্তু পরিস্থিতি যেন প্রতিদিন ভয়াবহ হয়ে উঠছে সেখানে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যা। 

এদিকে, ব্রাজিলের প্রশাসন বলছে, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মহাবপদের আশঙ্কা রয়েছে। কারণ এখনও পর্যন্ত করোনা মোকাবিলায় হাইড্রক্সিক্লরোকুইন ছাড়া আর কোনও ওষুধ প্রয়োগ হচ্ছে না ব্রাজিলে।

সূত্র : জি-নিউজ