সানাউল্লাহ, দোহা(কাতার)প্রতিনিধি

কাতারে শুক্রবার থেকে ঘরের বাইরে বের হলে সবার মোবাইলে এহতেরাজ অ্যাপ চালু থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

কাতারের বিভিন্ন জায়গায় পুলিশ যে কাউকে থামিয়ে তার মোবাইলে এহতেরাজ অ্যাপ চালু রয়েছে কিনা, তা যাচাই করতে শুরু করেছে।

কাউকে বাইরে মোবাইলে এহতেরাজ অ্যাপ ছাড়া পাওয়া গেলে কাতারের আইন অনুসারে সর্বোচ্চ দু লাখ রিয়াল পর্যন্ত জরিমানা বা সর্বোচ্চ তিন বছরের জেল হতে পারে।

অনেকে ভাবছেন, কেন এই অ্যাপ্লিকেশন নিয়ে কাতারের এমন কঠোর সিদ্ধান্ত। তাদের জন্য তুলে ধরা হচ্ছে এই অ্যাপ্লিকেশন সম্পর্কে বিস্তারিত তথ্য-

এহতেরাজ একটি মোবাইল অ্যাপ্লিকেশন, কাতারে করোনাভাইরাস থেকে সবাইকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছে।

এই অ্যাপ আক্রান্ত ব্যক্তিকে যেমন সুরক্ষিত রাখবে, তেমনিভাবে কেউ আক্রান্ত হলে তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে চিকিৎসক দলকে সহায়তা করবে।

যদি আপনি করোনাভাইরাসে আক্রান্ত বা আক্রান্ত হওয়ার সন্দেহভাজন কারো সাথে মেলামেশা করেন, তবে এই অ্যাপ আপনাকে তা তাৎক্ষণিক জানিয়ে দেবে। এর ফলে আপনি দ্রুততম সময়ে চিকিৎসা সুবিধা পাবেন।

এহতেরাজ অ্যাপ ব্যবহারকারীদের যেসব তথ্য সংগ্রহ করে, তা পুরোপুরি গোপন ও নিরাপদ রাখা হবে।

এহতেরাজ অ্যাপে চারটি রং রয়েছে। প্রতি রঙের রয়েছে আলাদা আলাদা অর্থ-

সবুজ রং: যাদের শরীরে করোনাভাইরাসের কোনো লক্ষণ নেই বা পরীক্ষা করার পরও যাদের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

হলুদ রং: যারা বর্তমানে হাসপাতালে বা কোয়ারেন্টিনে আছেন।

লাল রং: যারা বর্তমানে করোনাভাইরাসে আক্রান্ত।

ধূসর (ছাই) রং: যারা সন্দেহভাজন অথবা যাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ রয়েছে। অথবা যারা কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গিয়েছেন বা যারা পরীক্ষার পর ফলাফলের অপেক্ষায় আছেন।

এহতেরাজ অ্যাপ আপনার মোবাইলে ব্লুটুথ ও ইন্টারনেট ডাটা ব্যবহার করবে। এর ফলে করোনাভাইরাস থেকে আপনার এবং অন্যদের সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

আক্রান্ত ব্যক্তি ও তিনি যাদের সঙ্গে মিশেছেন, সবাইকে খুঁজে পাওয়া সহজ হবে এবং এর মাধ্যমে করোনাভাইরাসের বিস্তার কমে আসবে।

কোনো ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি পরীক্ষার পর নিশ্চিত হওয়া মাত্র তাঁর মোবাইলে এহতেরাজ অ্যাপে লাল রং দেখা যাবে এবং গত ১৪ দিনে তিনি কাদের সঙ্গে মিশেছেন, তাদের খুঁজে বের করা সহজ হবে।

এরপর ওইসব ব্যক্তিদের অ্যাপে ধূসর (ছাই) রং দেখা যাবে এবং তাদেরকে মেসেজ পাঠিয়ে টেস্ট করতে বলা হবে।

টেস্ট করার পর ফলাফল অনুসারে নতুন রঙে পরিবর্তিত হবে এহতেরাজ অ্যাপ। সুস্থ থাকলে সবুজ এবং আক্রান্ত হলে লাল।

তাই ঘরের বাইরে বের হলে অবশ্যই মোবাইলে এহতেরাজ অ্যাপটি চালু রাখুন এবং এর মাধ্যমে নিজে সুরক্ষিত থাকুন।