খুলনার বটিয়াঘাটা উপজেলার নতুন স্ট্যান্ডে ২৩টি দোকান আগুনে পুড়ে গেছে।
বুধবার (২৭ মে) ভোরে আগুন লাগে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ব্যবসায়ীরা জানান, ভোর ৪টার দিকে হঠাৎ আগুন জ্বলতে দেখে স্থানীয়রা মসজিদের মাইকে তা প্রচার করে। পরে লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর কাজে অংশ নেয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই অধিকাংশ দোকান পুড়ে যায়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেন৷
ওসি রবিউল ইসলাম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে প্রায় আর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।