খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ২৩ জনের মৃত্যু হয়েছে।

এ সময় বিভাগে নতুন করে ১ হাজার ৩২২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যা এখন পর্যন্ত সর্বোচ্চ বলে শুক্রবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা জানান।

এ নিয়ে খুলনা বিভাগে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর আগে ১৮ জুন সর্বোচ্চ ১ হাজার ৩৩ জনের করোনা শনাক্ত হয়।

গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ার সর্বোচ্চ সাতজন, খুলনায় পাঁচজন, যশোরে পাঁচজন, ঝিনাইদহে দুজন, চুয়াডাঙ্গায় একজন, সাতক্ষীরায় একজন, বাগেরহাটে একজন এবং মেহেরপুরে একজন মারা গেছেন।

রাশেদা বলেন, করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ১১৭ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৯২২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা জেলায় ৩৩২ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে। জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ১৪ হাজার ১৬১ জন। মারা গেছেন ২৩৩ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৩৪৯ জন।