সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চার প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে চার প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেছে নির্বাচন কমিশন।

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, শুক্রবার বেলা ১১টায় এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমানকে দলীয় প্রতীক নৌকা ও জাতীয় পার্টির অতিকুর রহমান আতিককে দলীয় প্রতীক লাঙ্গল দেওয়ার পাশাপাশি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়াকে ডাব ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতস্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরীকে মোটরগাড়ি বরাদ্দ করা হয়েছে।

নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এবার নির্বাচনে চারজন প্রার্থী অংশ নিচ্ছেন। অন্যান্য প্রার্থী প্রতীক বরাদ্দের সময় উপস্থিত থাকলেও জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক ছিলেন না। তিনি প্রতিনিধি পাঠিয়েছিলেন।

খবর সমগ্র বাংলাদেশ

সিলেট-৩ আসনে উপ-নির্বাচনে প্রতীক পেলেন ৪ প্রার্থী

সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, শুক্রবার বেলা ১১টায় এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

আওয়ামী লীগ প্রার্থী হাবিবুর রহমানকে দলীয় প্রতীক নৌকা ও জাতীয় পার্টির অতিকুর রহমান আতিককে দলীয় প্রতীক লাঙ্গল দেওয়ার পাশাপাশি বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়াকে ডাব ও বিএনপি থেকে বহিষ্কৃত স্বতস্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরীকে মোটরগাড়ি বরাদ্দ করা হয়েছে।

নির্বাচন কর্মকর্তা ইসরাইল হোসেন বলেন, উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। এবার নির্বাচনে চারজন প্রার্থী অংশ নিচ্ছেন। অন্যান্য প্রার্থী প্রতীক বরাদ্দের সময় উপস্থিত থাকলেও জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক ছিলেন না। তিনি প্রতিনিধি পাঠিয়েছিলেন।

গত ১১ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান।

২৮ জুলাই এ আসনে ভোট হওয়ার কথা। তিন উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৫২ হাজার। কেন্দ্র সংখ্যা ১৪৯টি।

বৃহস্পতিবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন থাকলেও কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি।