সানাউল্লাহ (দোহা)কাতার প্রতিনিধি
শুক্রবারে কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তিদের মধ্যে একসঙ্গে পাঁচ হাজার ২০৫ জন অসুস্থ মানুষ সুস্থ হয়ে উঠেছেন। এর ফলে কাতারে করোনাভাইরাস থেকে সুস্থ হওয়ার মানুষের সংখ্যা দাঁড়ালো ২০ হাজার ৬০৪ জন।
তবে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৯৩ জন। এ নিয়ে কাতারে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৫২ হাজার ৯০৭ জন।
পাশাপাশি গত ২৪ ঘন্টায় নতুন করে আরও তিন জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩৬ জনের মৃত্যু হলো।
বর্তমানে কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কোয়ারেন্টিনে আছেন ৩২ হাজার ২৬৭ জন।
বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬১২ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৬ জন।
অসুস্থদের মধ্যে গত ২৪ ঘন্টায় আইসিইউতে ভর্তি হয়েছেন ২০ জন। বর্তমানে কাতারে আইসিইউতে মোট চিকিৎসাধীন রয়েছেন ২১৬ জন।
কাতারে এখন পর্যন্ত স্বাস্থ্যনমুনা পরীক্ষা করা হয়েছে মোট দু লাখ ৭ হাজার ৩৩ জনের। এর মধ্যে শুধু গত ২৪ ঘন্টায় প্রায় ৫ হাজার ৮৫৩ জনের স্বাস্থ্য নমুনা পরীক্ষা করা হয়েছে।