ফয়সাল আহমেদ,বিশেষ প্রতিনিধি :
ফের জামিনের আবেদন খারিজ হয়ে গেল জামিয়ার অন্তঃসত্ত্বা ছাত্রী সফুরা জারগার। শুক্রবার তৃতীয়বারের মতো তার জামিনের আবেদন খারিজ করে দেয় দিল্লীর পাতিয়ালা হাউস কোর্ট।
উল্লেখ্য গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারি মাসে নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক আন্দোলন সংঘটিত হয়। সেই আন্দোলন, প্রতিবাদ সভায় অংশ নেন দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সফুরা জারগারও। কিন্তু করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের ঠিক মাঝের সময়ে অর্থাৎ এপ্রিল মাসেই তাকে সন্ত্রাসবাদী দমন আইনের মামলায় গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দিল্লী হিংসায় জড়িত থাকা বা ষড়যন্ত্রেরও অভিযোগ দায়ের করা হয়েছে উক্ত মামলায় ।
গ্রেপ্তারের সময় সফুরা ৬০ দিনের অন্তঃসত্ত্বা ছিলেন। বর্তমানে ২৭ বছরের ওই তরুণী ১৪৭ দিনের অন্তঃসত্ত্বা। শারীরিক অসুবিধা জনিত কারণে মানবিকতার ভিত্তিতেই তার জামিনের আবেদন করা হয়। কিন্তু দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট সেই আবেদন কার্যত খারিজ করে দেয়।