বাংলাদেশের রাজধানী ঢাকার গুলশান লিঙ্ক রোডে কাতার এয়ারওয়েজের অফিসে গ্রাহকরা দ্রুততম সময়ে টিকেটের পরিবর্তিত সূচি পেতে গতকাল সোমবার বিক্ষোভ করেছেন।
এ সময় কর্তৃপক্ষ বলেন, সবাই নতুন তারিখ পাবেন, তবে সময় লাগবে।
কারণ হিসেবে বিক্রয় ব্যবস্থাপক বকশী মো. তায়েব বলেন, অনেক দিন বন্ধ থাকার পর এখন সপ্তাহান্তে তিনটি করে ফ্লাইটের অনুমতি পাওয়া গেছে।
সেজন্য গত তিন মাসে বন্ধ ফ্লাইটের সূচিগুলো পুনরায় ঠিক করতে সময় লাগবে।
তবে ফ্লাইট বন্ধের কারণে যাদের যাত্রা বাতিল হয়েছিল, কিংবা এই সময়ের ভেতর যাদের টিকিটের মেয়াদ ফুরিয়ে গেছে, তাদেরকে নতুন টিকিট কিনতে হবে না। সেজন্য ধৈর্য ধরে ফোনে এবং ইমেইলের মাধ্যমে যোগাযোগেরও পরামর্শ কাতার এয়ার ওয়েজের।