চীনের সঙ্গে সংঘাতের আবহেই আজ শুক্রবার লাদাখ সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর সঙ্গে ছিলেন সেনাপ্রধান এম এন নারাভানে ও চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। জানা গেছে, মূলত সেনাদের মনোবল বাড়াতে মোদির এই লাদাখ সফর।
জানা গেছে, আজ ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের লাদাখ যাওয়ার কথা ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আজ ভোরে রাজনাথের বদলে লাদাখ চলে গেলেন নরেন্দ্র মোদি। লাদাখ পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। সেখানকার একটি সেনা হাসপাতালে যাওয়ার কথা রয়েছে মোদির। সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।
গত ১৫ জুন লাদাখের গালওয়ানে চীনা অনুপ্রবেশের জেরে ভারত ও চীনের সেনাদের মধ্যে তুমুল হাতাহাতি হয়। এতে ২০ জন ভারতীয় সেনা নিহত হন। বলা হয়, প্রাণ গেছে বেশ কয়েকজন চীনা সেনারও। এর পর থেকে উত্তেজনা কমাতে দুদেশের সেনা ও কূটনৈতিক পর্যায়ে বৈঠক চলছে। কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানসূত্র মেলেনি।