পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশী নিজেই তার করোনা ধরা পড়েছে বলে জানিয়েছেন। শুক্রবার (৩ জুলাই) এক টুইট বার্তায় করোনা পজিটিভ আসলেও নিজে ‘শক্ত ও সুস্থ’ আছেন বলে জানান তিনি।

টুইটে মাহমুদ কোরেশি বলেন, দুপুরে আমি শরীরে একটু জ্বর অনুভব করি এবং সঙ্গে সঙ্গে নিজেকে কোয়ারেন্টাইনে নিয়ে যাই। টেস্ট করিয়ে জানতে পারলাম, করোনা পজিটিভ আমি। আল্লাহর রহমতে আমি এখনো নিজেকে কর্মশক্তিপূর্ণ ও শক্তিশালী অনুভব করছি।

তিনি বলেন, বাড়িতে থেকেই আমি আমার দায়িত্ব পালন করে যাবো। জনগণের উদ্দেশে বলতে চাই, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।

তিনি জানান হালকা জ্বর আসার পর তিনি বাসায় তাৎক্ষণিক হোম কোয়েরেন্টিনে চলে যান। তিনি বাসায় থেকে নিজের কাজ করছেন বলে জানিয়ে নিজের জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এ রাজনৈতিক নেতা। পাকিস্তানে ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ায় ক্ষমতাসীন পিটিআইয়ের বেশ কয়েকজন নেতা আক্রান্ত হয়েছেন।

দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ২৩ হাজার ৩০০ মানুষ ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন। এখন পর্যন্ত ৪ হাজার ৫০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে।