সানাউল্লাহ দোহা(কাতার)প্রতিনিধি।

কাতারে গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩০ জন। অন্যদিকে সুস্থ হয়ে উঠেছেন এর তিন গুণের চেয়েও বেশি মানুষ। গত ২৪ ঘন্টায় সুস্থ হওয়া মানুষের সংখ্যা এক হাজার ৮৬৪।

কাতারে এখন করোনাভাইরাসে আক্রান্তদের মোট সংখ্যা এখন ৮ হাজার ৬৭৩ জন। অন্যদিকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৯০ হাজার ৩৮৭ জন।

পাশাপাশি গত ২৪ ঘন্টায় কাতারে করোনাভাইরাসজনিত কারণে মারা গেছেন ২ জন। এ নিয়ে কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১২৩ হলো। কাতার কর্তৃপক্ষ এখন পর্যন্ত তিন লাখ ৭৬ হাজার ৮৮১ জনের স্বাস্থ্য নমুনা পরীক্ষা করেছে। তবে গত ২৪ ঘন্টায় পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৮৭৬ জনের নমুনা।

বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন ৭৩৫ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৩ জন। অসুস্থদের মধ্যে গত ২৪ ঘন্টায় আইসিইউতে ভর্তি হয়েছেন ১০ জন। বর্তমানে কাতারে আইসিইউতে মোট চিকিৎসাধীন রয়েছেন ১৭৬ জন।