Bahrain news

মোঃ মনির হোসেন; বাহরাইন প্রতিনিধি

আজ বরিবার ১২/০৭/২০২০ এক বিবৃতিতে বাহরাইন স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২১ জুলাই ২০২০ থেকে বাহরাইন এয়ারপোর্টে আগত সকল যাত্রীদেরকে মেডিকেল টেষ্টের খরচ নিজ দায়িত্বে বহন করতে হবে।

এয়ারপোর্টে অবতরন করার পর ৩০ দিনার পরিশোধ করে বাধ্যতামূলক COVID-19 টেষ্ট করাতে হবে। টেষ্টের রেজাল্ট নেগেটিভ হলে তাকে ১০ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে এবং প্রত্যেক যাত্রীকে তাৎক্ষনিক BeAware আ্যাপস্ ডাউনলোড করতে হবে। ১০ দিনের কোয়ারেন্টাইন শেষে আবারও নিজ খরচে ৩০ দিনার দিয়ে টেস্ট করতে হবে।

যাত্রী ইচ্ছা করলে ২ টেস্ট এর জন্য ৬০ দিনার একসাথে পরিষোধ করতে পারবে। যদি বাহরাইন আগত কোন ব্যাক্তির করোনা পজিটিভ হয়ে থাকে তাহলে তাকে শুধুমাত্র টেস্টের খরচ দিতে হবে এবং তার চিকিৎসার যাবতীয় খরচ বাহরাইন সরকার বহন করবে।