চট্টগ্রাম ব্যুরো কামরুল হাসান
চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) তিন থানায় ইন্সপেক্টর পদে রদবদল হয়েছে। বন্দর জোনের বন্দর, ইপিজেড ও পতেঙ্গা থানায় নতুন ইন্সপেক্টর পদায়ন করা হয়।
বুধবার (১৫ জুলাই) সিএমপি কমিশনার মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক আদেশে আনা হয় এই রদবদল। বিষয়টি নিশ্চিত করে সিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণসংযোগ) মির্জা সায়েম মাহমুদ দৈনিক উচ্চকণ্ঠ কে বলেন, ‘বন্দর থানার ইনস্পেক্টর সুকান্ত চক্রবর্তীর স্থলে পদায়ন করা হয়েছে ইপিজেড থানার ইনস্পেক্টর মীর নুরুল হুদাকে।
মীর নুরুল হুদার স্থলে ইপিজেড থানায় পদায়ন করা পতেঙ্গা থানার ইনস্পেক্টর উৎপল বড়ুয়াকে। উৎপল বড়ুয়ার স্থানে পতেঙ্গা থানায় পদায়ন করা হয় কর্ণফুলী থানার পরিদর্শক তদন্ত পদে দায়িত্ব পালনকারী জোবায়ের সৈয়দকে। মির্জা সায়েম মাহমুদ আরও জানান, এটি নিয়মিত রদবদল।
কাজে গতি আনতে যে কোন সময় যে কোন পদে রদবদল হতে পারে। প্রসঙ্গত, সিএমপি কমিশনার মো. মাহবুবুর রহমান করোনামুক্ত হয়ে ২৮ জুন কাজে যোগ দিয়েই ৪ উপকমিশনার পদে পরিবর্তন আনেন।
এরপর অতিরিক্ত উপকমিশনার পদেও ব্যাপক রদবদল এনেছেন। পাশাপাশি ট্রাফিক ও গোয়েন্দা বিভাগের প্রতিটিতে আরো দুটি করে জোন ভাগ করেন।