করোনারভাইরাসের ভুয়া রিপোর্ট কাণ্ডে বেশ কদিন আত্মগোপনে থাকার পর গ্রেপ্তার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে দুটি মামলা করা হবে বলে জানিয়েছে র্যাব। এর একটি অস্ত্র আইনে অন্যটি জাল টাকার মামলা। এর আগে তার বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।
বুধবার দুপুরে ঢাকাটাইমসকে এসব তথ্য নিশ্চিত করেছে র্যাব।
বুধবার ভোরে সাতক্ষীরা সীমান্ত থেকে সাহেদ করিমকে একটি বিদেশি পিস্তলসহ আটকের কথা জানায় র্যাব। অস্ত্রটির কাগজ দেখা না পারায় তার বিরুদ্ধে সাতক্ষীরা থানায় অস্ত্র আইনে একটি মামলা হবে। এছাড়া রাজধানীর উত্তরায় সাহেদের অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা জব্দ করা হয়। এই ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করবে র্যাব।
এর আগে করোনার পরীক্ষা নিয়ে প্রতারণার অভিযোগে গত ৭ জুলাই র্যাব বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় সাহেদের বিরুদ্ধে একটি মামলা করে।
এদিকে আটকের পর সকাল নয়টায় ঢাকায় আনা হয় সাহেদকে। এরপর র্যাব সদরদপ্তরে জিজ্ঞাসাবাদ শেষে বেলা বারোটার দিকে উত্তরায় সাহেদের দুই নম্বর অফিসে নেওয়া হয়। সেখানে তল্লাশি করে এক লাখ ৪৬ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়।