রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা গিয়াস উদ্দিন জালালীকে মাদক আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। একই সাথে তার গাড়িচালক মাহমুদুল হাসানকেও এক দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

শুক্রবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মনিকা খান রিমান্ডের এ আদেশ দেন।

এর আগে শুক্রবার মাদক মামলায় তাদের ঢাকার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে আশুলিয়া নরসিংপুর এলাকা থেকে জালালী ও মাহমুদুলকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময় তাদের কাছে রিজেন্টের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের স্বাক্ষরসহ ৪৮টি ব্যাংক চেক এবং গাড়িতে ১০ বোতল ফেনসিডিল ও ২১২০টি ইয়াবা পাওয়া যায়। এরপর তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মাদক মামলা করে র‌্যাব।

রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবির বাবুল জানান, শুনানি শেষে বিচারক এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।