চট্টগ্রাম ব্যুরো,কামরুল হাসান :

কিশোরের আত্মহত্যা’য় ডবলমুরিং থানার এসআই হেলাল খান ক্লোজড
সাদা পোষাকের পুলিশের নির্যাতনে মারুফ নামের এক কিশোরের ফাঁসিতে ঝুলে অত্মহত্যার ঘটনা ঘটেছে নগরীর আগ্রাবাদ বাদামতলী বড় মসজিদ গলির ভেতরে।

অভিযুক্ত ডবলমুরিং থানার এসআই হেলাল খানকে ক্লোজড করা হয়েছে৷
প্রত্যক্ষদর্শীরা বলছেন কথিত সোর্সকে নিয়ে এলাকায় সন্দেহ জনক ভাবে ঘোরা ফেরা কালে স্থানীয় কিশোর মারুফ ও অন্যান্যরা সহ তাকে পিটুনী দেয়৷ এর জের ধরে সাদা পোষাকে ঘটনাস্থলে অভিযানের নামে তান্ডপ চালায় এসআই হেলাল৷ স্থানীয়দের অভিযোগ সাদা পোষাকে সন্ত্রাসী কায়দায় ঘরে ঘরে ঢুলে ভাংচুর চালায় এস আই হেলাল৷ এসময় মারুফের বোনের গলায় ওড়না পেচিয়ে টান দিয়েছিলো বলে অভিযোগ তুলেন। এতে জ্ঞান হারিয়ে ফেলে মারুফের বোন৷ অবস্থা বেগতিক দেখে এসআই হেলাল দ্রুত মারিফের বোনকে তার মায়ের সহায়তায় ঘটনাস্থল থেকে নিয়ে যায়৷

এ সময় পুরো এলাকা পুরুষ শূন্য হয়ে পড়ে৷ পরিস্থিতি স্বাভাবিক হলে সবাই ফিরে দেখে মারুফের লাশ তার চাচার বাসার ফিলিং ফ্যানের সাথে ঝুলে আছে৷ তবে নিহতের হাটু বিছানার সাথে গেলে থাকায় অনেকে এটাকে আত্মহত্যা মানতে নারাজ৷ ডবলমুরিং থানার এক শীর্ষ কর্তার ঘণিষ্ঠ হিসেবে পরিচিত এসআই হেলাল বেশির ভাগ সময়ই সাদা পোষাকেই ঘুরে বেড়াতো৷

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (পশ্চিম) এএএম হুমায়ুন কবির গণমাধ্যমকে জানিয়েছেন, এসআই হেলাল খানকে ক্লোজড করা হয়েছে৷ এই বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে৷