বিশেষ প্রতিনিধি:শিপন আহমেদ(কাতার) :
কোভিড ১৯ এর কারনে ১৪ এপ্রিল থেকে শুরু হয় লকডাউন পুরো কাতার জুড়ে। এতে করে বন্ধ হয়ে যায় কাতারের সকল শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়।
কাতারের পরিস্থিতি যখন শীতল হতে শুরু করেছে তখন তিন ধাপে খোলে দেওয়া হবে কাতারের সব কিছু যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এবং প্রথম ও দ্বিতীয় ধাপে সব কিছু খোলে দেওয়া হলেও খোলে দেওয়া হয়নি কোন শিক্ষা প্রতিষ্ঠান।
১৬ই জুলাই রোজ বৃহস্পতিবার কাতারের শিক্ষা মন্ত্রনালয় জানান নতুন শিক্ষাবর্ষ ২০২০-২১ শুরু হতে যাচ্ছে আগামী ১৯ আগস্ট থেকে।
আর আগামী ১ই সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে ফিরতে পারবে কাতার স্বাস্থ্য মন্ত্রনালয় এর সকল নিয়ম কানুন মেনে। কাতার শিক্ষা মন্ত্রনালয় আরও জানান স্কুল এর সকল স্টাফদের আগস্ট এর ১৯ তারিখ থেকে স্কুলে উপস্থিত থাকতে হবে।