ক্রাইম রিপোর্টার মোঃ আঃ হান্নান, সিলেট

চুনারুঘাটে একঝাক তরুণ সেদিন একত্রিত হয়েছিল এক বটবৃক্ষের ছায়ায়। উদ্দেশ্য একটাই, আহম্মদাবাদে মাধক নির্মূল চাই। বলছি সচেতন যুব সংঘ আহম্মদাবাদ এর কথা।

চুনারুঘাট উপজেলার ২ নং আহম্মদাবাদ ইউ/পির একঝাক তরুনের মাধক নির্মূলের প্রচেষ্টা যখন শুরু, তার কিছু দিনের মধ্যেই রাব্বি হত্যা। তবে থেমে নেই তারা কাজ করে যাচ্ছিল মাধক নির্মূলে এমন সময়ে চুনারুঘাট থানা পুলিশের শপথ যেন আমাদের কাছে এক উজ্জ্বল নক্ষত্র।

সংঘটনের সবার ঐক্যমত, “মাধক নির্মূলে প্রশাসনের সাথে কাজ করব আমরা।” যে কোন প্রয়োজনে প্রশাসন আমাদের ডাকলে আমরা নিজের জিবন বাজি রেখে প্রশাসনের সাথে কাজ করে যাব।

শুধু তাই নয়, করোনার এমন পরিস্থিতে করোনা মোকাবিলায় ত্রান ও খাদ্য সামগ্রী বিতরন সহ বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করেছি আমরা, সামনে ঈদে খাদ্য সামগ্রী বিতরনের ও প্রস্তুতি নেয়া হয়েছে।

দায়িত্ববান ব্যাক্তিদের পাশে পেলে আমরা ২নং আহম্মদাবাদ তথা চুনারুঘাট উপজেলাকে স্বপ্নের চুনারুঘাটে রূপান্তরিত করতে পারব বলে আশাবাদী।
উল্লেখ্য যে, সংঘটনটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সেবামূলক সংঘটন।