আব্দুল হান্নান, ক্রাইম রিপোর্টার সিলেট।

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে সম্প্রতি দখলমুক্ত হওয়া সরকরি জায়গায় যাত্রী ছাউনি নির্মাণ হবে। অবশিষ্ট জায়গায় রিকশা, টমটম, ইমাগাড়ী ও অটোরিকশার যাত্রী উঠা নামানো করা যাবে, তবে স্ট্র্যান্ড নির্মাণ না করারও নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) দুপুরে উপজেলা আইনশৃ্খংলা কমিটির সভায় এসব সিদ্ধান্ত দেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।

এমপি আবু জাহির বলেন, অলিপুরে উদ্ধারকৃত সরকারি জায়গায় ছাত্রী ছাউনি নির্মাণের পর অবশিষ্ট জায়গা লোকাল ছোট ছোট যানবাহনের যাত্রী উঠা নামা করবে। এজন্য কোন টোল বা ট্রেক্স কেউ নিলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশকে নির্দেশ দেন। অলিপুর মহাসড়কে যেনো স্থানীয় ছোট যানবাহন উঠতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেন এমপি আবু জাহির।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ইউপি চেয়ারম্যান হোসাইন আদিল জজ মিয়া, মুখলিছ মিয়া, বুলবুল খান,

থানার ওসি অজয় চন্দ্র দেব, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আ স ম আফজল আলীসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।