করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়াসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে তাকে পুলিশের কাছ থেকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল আশিক বিল্লাহ বলেন, র‌্যাবকে এই মামলা তদন্তের দায়িত্ব দেওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে আজ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

করোনা পরীক্ষার সনদ জালিয়াতিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সম্প্রতি র‌্যাবের অভিযানে রিজেন্ট হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়।

এর পর গত ১৫ জুলাই র‌্যাবের বিশেষ অভিযানে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর গ্রামের লবঙ্গবতী নদীর তীর সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়।