সানাউল্লাহ, দোহা (কাতার), প্রতিনিধি।

কোন ধরনের কারণ ছাড়াই হিথরো বিমানবন্দরে তিন বাংলাদেশী ব্রিটিশকে বোর্ডিং কার্ড না দেয়ায় তোপের মুখে পড়েছে কাতার এয়ারওয়েজ। ব্রিটেনের বাংলাদেশ হাইকমিশন এরই মধ্যে কাতার এয়ারওয়েজের কাছে এ ঘটনার ব্যাখ্যা চেয়েছে। এখন পর্যন্ত কাতার এয়ার থেকে ওই ঘটনার কোন ধরনের সুনির্দিষ্ট ব্যাখ্যা দেয়া হয়নি। দুই পক্ষের মধ্যে এ নিয়ে এখনও কোন সুরাহা হয়নি। জানা গেছে, ওই তিন যাত্রীকে বোর্ডিং পাস না দেয়ার বিষয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের পর সংবাদ বিজ্ঞপ্তি দেয় লন্ডনের বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার কাতার এয়ারওয়েজ হঠাৎ করে কী কারণে ব্রিটিশ-বাংলাদেশীসহ বিভিন্ন দেশের কয়েকজন যাত্রীকে বোর্ডিং পাস দেয়নি, বাংলাদেশ হাইকমিশন সে বিষয়ে কাতার এয়ারওয়েজের স্থানীয় অফিসের কাছে জানতে চেয়েছে। ইতোমধ্যে অন্যান্য এয়ারলাইন্স কোভিড-১৯ সংশ্লিষ্ট স্বাস্থ্য সনদের জন্য নতুন কোন নীতিমালা গ্রহণ করেছে কিনা, সে বিষয়ে হাইকমিশন তথ্য সংগ্রহ করছে। যথাসময়ে হাইকমিশনের ওয়েবসাইট ও ফেসবুকের মাধ্যমে সেসব তথ্য সবাইকে জানানো হবে। জানা গেছে, লন্ডন থেকে বাংলাদেশগামী যাত্রীদের উদ্দেশে বলা হয়, যারা কাতারসহ বিভিন্ন এয়ারলাইন্সে বাংলাদেশ যেতে ইচ্ছুক, তারা যেন টিকেট কেনার সময় নিজ দায়িত্বে সংশ্লিষ্ট এয়ারলাইন্স থেকে যাবতীয় শর্তাবলী যথাযথভাবে জেনে নেন। যাতে ভ্রমণের সময় তাদের কোন অসুবিধায় পড়তে না হয়।