বিশেষ প্রতিনিধি :শিপন আহমেদ (কাতার)

গতকাল রোজ রবিবার কাতার আমিরি দিওয়ান আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটির দিন ঘোষণা করেছে। কাতার মন্ত্রনালয় জানান আগামী ৩০ জুলাই রোজ বৃহস্পতিবার থেকে শুরু হবে ঈদের ছুটি যা শেষ হবে ৬ই আগস্ট এবং সকল কর্মচারী ৯আগস্ট রোজ রবিবার থেকে কর্মস্থলে ফিরবে।

করোনা ভাইরাস এর কারনে এখন পর্যন্ত অনেক কিছু লকডাউনে আছে তবে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৮ জুলাই থেকে আরও কিছু সংখ্যক মসজিদ,শপিং মল,সেলুন,বিউটি পার্লার খোলে দেওয়া হয়েছে যদিও ১ই আগস্ট থেকে খোলে দেওয়ার কথা ছিল ।

কাতার মন্ত্রনালয় আরও জানান যে সামাজিক দুরত্ব বজায় রেখে ঈদুল আজহার নামাজ আদায় করতে পারবে কাতার বসবাস কারী। আরও জানান যে বার বছরের নিচে ও ষাট বছরের উপরে যাঁরা আছে বা কোন শারীরিক সমস্যা আছে তাদের কে জনসংঘম এড়িয়ে চলতে বলা হয়েছে।

সেপ্টেম্বর থেকে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে এমনটাই ধারণা করছে কাতার স্বাস্থ্য মন্ত্রনালয়।