চুনারুঘাটে অবৈধ ভাবে সিলিকা বালুবাহী দুই ট্রাক্টর সহ আটক এক!

মোঃ আঃ হান্নান, ক্রাইম রিপোর্টার, সিলেট:

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ২নং আহম্মদাবাদ ইউনিয়নের পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে দুটি সিলিকা বালুবাহী ট্রাক্টর, দুই হাজার ঘনফুট সিলিকা বালু জব্দ ও একজনকে আটক করেছে চুনারুঘাট উপজেলা প্রশাসন।

২৮ জুলাই দুপুর ১২টায় এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাট উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মিল্টন চন্দ্র পাল। তার সাথে ছিলেন আহম্মদাবাদ বিশগাও ভূমি অফিসের উপসহকারি ভূমি কর্মকর্তা আঃ সালাম, চুনারুঘাট থানার এএসআই কামাল উদ্দীনের নেতৃত্বে একদল পুলিশ।

অভিযান পরিচালনা করে ছয়শ্রী গ্রামে ২ হাজার হাজার ঘণফুট সিলিকা বালু জব্দ করে স্থানীয় মেম্বারের জিম্মায় রাখা হয়। প্রশ্চিম ঘনশ্যামপুর গ্রামের ছড়া থেকে সিলিকা বালু ট্রাক্টরে লোড করার সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ড্রাইভার ও সংশ্লিষ্ট অন্যান্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একটি খালি ট্রাক্টর ও অর্ধেক ভর্তি একটি ট্রাক্টর সফিক নামের একজনকে আটক করে উপজেলায় নিয়ে যান।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃতরা চুনারুঘাট উপজেলা প্রশাসনের হেফাজতে ছিল।।