করোনা ভাইরাসরোধে অত্যন্ত সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় এবারের হজ। হজের শেষ দিন পর্যন্ত কোনো হাজি করোনা ভাইরাস বা অন্য কোনো রোগে আক্রান্ত হননি।

গতকাল রবিবার (২ আগস্ট) সৌদি আরবের স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য মতে, গত রবিবার করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ শ ৫৭ জন। মারা গিয়েছেন ৩০ জন। এ পর্যন্ত সৌদি আরবে আক্রন্ত হয়েছেন, দুই লক্ষ ৭৫ হাজার ৮ শ ৩৫ জন। ইতিমধ্যে সুস্থ হয়েছেন, দুই লক্ষ ৪০ হাজার ৮১ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, রবিবার পর্যন্ত হাজিদের মধ্যে কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হননি। হাজিদের স্বাস্থ্যের ব্যাপারে সন্তুষ্ট স্বাস্থ্য বিভাগ। তবে হজের সমাপ্ত করে সব হাজিদের জন্য নিজ ঘরে আইসোলেশনে থাকা আবশ্যক। হাতের ব্রেসলেটের সাহায্যে হাজিদের আইসোলেশন নিশ্চিত করবে সৌদি সরকার।

উল্লেখ্য, সৌদি আরবে করোনা আক্রান্তের হার আগের চেয়ে কমে আসছে। ইতিমধ্যে শতকরা ৮৫ ভাগ রোগী সুস্থ হয়ে ফিরেছে। করোনারোধে সৌদি আরব অনুসরণ করছে কঠোর স্বাস্থ্যবিধি। সবার মধ্যে সামাজিক দূরত্ব, হাত ধৌত করা, গণসমাগম পরিহার ও মাস্ক পরাকে বাধ্যতামূলক করেছে।

সূত্র : সৌদি গেজেট