লাইকি তারকা ‘অপু ভাই’কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তারের আদালত রিমান্ড আবেদন বাতিল করে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।
এর আগে তাঁকে আদালতে হাজির করা হয়। পরে সুষ্ঠু তদন্তের জন্য মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পূর্ব থানার এসআই আজিজুল ইসলাম আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করেন। অপরদিকে তাঁর আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে গত রবিবার উত্তরা পূর্ব থানাধীন ৬ নম্বর সেক্টরের আলাওল এভিনিউ এলাকায় সড়কে এক ব্যক্তিকে মারধর করেন অপু ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় ভুক্তভোগী উত্তরা পূর্ব থানায় মামলা করেন। মামলার এজাহারে অপুসহ তাঁর বন্ধু রনি, মুরাদ, জমিরউদ্দিন, নাজমুল, শাহদাত হোসেন শাকিলসহ অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। ওই মামলায় গত সোমবার সন্ধ্যায় আলাওল এভিনিউ এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।