সানাউল্লাহ দোহা(কাতার)প্রতিনিধি।

কাতারে ফিরে যেতে প্রবাসীদের আবেদন শুরুঃ উপসাগরীয় দেশ কাতারের বাইরে পৃথিবীর বিভিন্ন দেশে আ’টকে থাকা প্রবাসীদের কাতারে ফিরে আস্তে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গত ১ আগস্ট থেকে কাতার পোর্টালের মাধ্যমে এই আবেদন বা রিটার্ন পারমিট দাখিল প্রক্রিয়া শুরু হয়েছে।কাতার পোর্টালের প্রযুক্তিগত ত্রু’টির কারণে বহু প্রবাসী আবেদন করতে পারেন নি। দেখা গেছে অনেকে আবেদনের শেষ পযায়ে এসে পুরো প্রক্রিয়াটি বা’তিল হয়ে যাচ্ছে।একসাথে পৃথিবীর বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মা’নুষ আবেদন শুরু করায় মাঝে মাঝে পোর্টালটি হ্যাং হয়ে যাচ্ছে। কাতারের জনপ্রিয় আরবি আরবি দৈনিক আল শারকে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছে।এই রিটার্ন পারমিটের জন্য আবেদন করতে হবে (https://portal.www.gov.qa)উল্লেখ্য কাতারের সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন কোম্পানীতে কর্মরত যারা বিভিন্ন দেশে গিয়ে কো’ভিড-১৯ ম’হামারির কারণে আ’টকে আছেন তারা প্রথম পর্যায়ে আবেদন করতে পারবেন।তবে কোম্পানী অথবা সরকারি প্রতিষ্ঠানে কর্মরতদের জন্য কোম্পানীর পক্ষ থেকে আবেদনের সুযোগ রয়েছে।

XMA Header Image

Hukoomi – Your Official Gateway to Information and