ইরানের সঙ্গে যুদ্ধ বিধ্বংসী হওয়ার ভয়ে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ হলে তা ইরাক যুদ্ধের চেয়ে ভয়াবহ বিধ্বংসী হবে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন। মার্কিন কংগ্রেসওম্যান এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী ডেমোক্র্যাট দল থেকে মনোনয়ন প্রত্যাশী তুলসি গাব্বার্ড এ আশঙ্কা করেছেন।

তিনি বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ মার্কিনীদের জন্য ইরাক যুদ্ধের চেয়ে অনেক বেশি বিধ্বংসী হবে।

তিনি অভিযোগ করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিন দিন মার্কিন নাগরিকদের ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।

শনিবার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস জানিয়েছে, পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের চরম সমালোচনা করেন তুলসি গাব্বার্ড। 
হাওয়াই থেকে নির্বাচিত ৩৮ বছর বয়সী গাব্বার্ড মনে করেন আরো শক্তিশালী পারমাণু সমঝোতা হওয়া উচিত ছিল তবে কোনো পরমাণু চুক্তি না হওয়ার চেয়ে বর্তমান পরমাণু সমঝোতা অনেক ভালো।