ঢাকার তিনটি রুটে রিকশা চলাচল বন্ধ করে দেওয়া কে কেন্দ্র করে রিক্সা চালকগন আন্দোলন চালিয়ে যাচ্ছে রাজপথে।
রোড গুলোর বিভিন্ন অংশে বাস চলাচল থেকে শুরু করে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
রাতে ভোগান্তির শিকার হচ্ছে হাজার হাজার মানুষ এবং স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। যানবাহন না থাকার কারণে পায়ে হেটে সকল তার গন্তব্যের দিকে এগোচ্ছে।
রাজধানীর যানজট নিরসনে পৃথক তিনটি গুরুত্বপূর্ণ সড়কে রিকশা চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। আজ বুধবার দুপুরে ডিএসসিসির নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথোরিটি (ডিটিসিএ) গঠিত কমিটির এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন।