সানাউল্লাহ দোহা(কাতার)প্রতিনিধি।

সবকিছু ঠিক থাকলে আগামী ১ সেপ্টেম্বর থেকে ঢাকা-দোহা-ঢাকা রুটের ফ্লাইটে কাতার প্রবাসীরা স্বাভাবিক ভাবে আসা-যাওয়া করতে পারবেন। কাতার এয়ারওয়েজ ও কাতারস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে কথা বলে জানা গেছে এই তথ্য। চলতি আগস্ট মাসের শেষ নাগাদ এই নিষেধাজ্ঞা তুলে নিলে ১ সেপ্টেম্বর থেকে কাতার প্রবাসীদের নিয়ে ফ্লাইট পরিচালনা করতে পারবে কাতার এয়ারওয়েজ। ইতোমধ্যে বাংলাদেশ থেকে ফিরতে আগ্রহী কাতার প্রবাসীদের নিয়ে ১ ও ২ সেপ্টেম্বর তারিখে কাতার এয়ারওয়েজের ঢাকা-দোহা সব ফ্লাইটের আসন শেষ হয়ে গেছে বলে জানা গেছে। সেপ্টেম্বর মাসের শুরু থেকে প্রতিদিন কাতার এয়ারওয়েজের চারটি ফ্লাইট দোহা থেকে ঢাকায় যাওয়ার কথা রয়েছে।কাতারে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা বলছেন, দূতাবাসের পক্ষ থেকে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হচ্ছে যাতে আরও আগে ঢাকা-দোহা সরাসরি স্বাভাবিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়। কারণ স্বাভাবিক ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া না হলে কাতারে ফিরতে আগ্রহী বাংলাদেশি প্রবাসীরা ভোগান্তির শিকার হবেন। বর্তমানে কেবলমাত্র ট্রানজিট যাত্রী বহনের অনুমতি থাকায় কাতার এয়ারওয়েজ দোহা থেকে ঢাকাগামী কাউকে নিতে পারছে না, আবার ঢাকা থেকে দোহাগামী কোনো যাত্রীকে আনতে পারছে না। ফলে বাধ্য হয়ে অনেকে কাতার থেকে বিশেষ ফ্লাইটে বা টার্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে দেশে যাচ্ছেন, এতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি খরচ হচ্ছে যাত্রীদের। তবে আগস্ট মাসে যে সব কাতার প্রবাসী কাতার থেকে দেশে যেতে আগ্রহী, তাদেরকে দূতাবাসে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।ইতোমধ্যে কাতার থেকে অনেক প্রবাসী বাংলাদেশে পৌঁছেছেন এবং আর মাত্র অল্প কিছু যাত্রী দেশে যাওয়ার অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে। ফলে এখন কেউ যেতে চাইলে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না বলে জানিয়েছে দূতাবাস।