মাফিয়া ডন হিসেবে উপমহাদেশের অন্যতম ব্যক্তি দাউদ ইব্রাহিমের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে পাকিস্তান। আরো ৮৮ জন তালিকাভুক্ত সন্ত্রাসী-সংস্থার বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগস্টে ১৮ তারিখে জারি করা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি পরিপত্রে তাদের সকল স্থাবর-অস্থাবর সম্পত্তি ও ব্যাংক হিসাব জব্দ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়।। খবর টাইমস অব ইন্ডিয়ার।

করাচির অভিজাত এলাকা ক্লিফটনে সৌদি মসজিদের কাছে ‘হোয়াইট হাউস’ নামে একটি বাড়িকে দাউদের ঠিকানা হিসেবে দিয়ে পাকিস্তান সরকার। একই সঙ্গে করাচির ডিফেন্স হাউসিং অথরিটির ৩০ নম্বর রাস্তায় ৩৭ নম্বর বাড়ি ও নুরবাদে পাহাড়ি অঞ্চলে প্রাসাদোপম বাড়ির মালিকও দাউদ। ফলে দাউদের অবস্থান নিয়ে এখন নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, পরিপত্রে থাকা তালিকার তথ্যকে সুনির্দিষ্ট কারও পাকিস্তানে অবস্থানের বিষয়ে ‘সরকারের স্বীকৃতি’ হিসেবে দাবি করা ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এই তালিকা প্রকাশ নতুন নয়, আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণে গতবছরও তা প্রকাশ করা হয়েছিল।